spot_img

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

অবশ্যই পরুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই পর্যটক। আহত হয়েছেন আরও দুজন। হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল।

বৃহস্পতিবার (৮ মে) রাজ্যের উত্তরকাশীর কাছে এই ঘটনা ঘটে। খবর, এনডিটিভির।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

তিনি আরও বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

সর্বশেষ সংবাদ

বিচ্ছেদ জল্পনার মাঝেই বিস্ফোরক সুনীতা, “সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে চাই না”

বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ...

এই বিভাগের অন্যান্য সংবাদ