spot_img

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানি খার

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলাকে ‘আগুন নিয়ে খেলছে ভারত’ বলে অভিহিত করেছেন।

ভারতের হামলাকে তিনি ‘অপ্ররোচিত, অপ্রমাণিত ও স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনবিরোধী’ বলে উল্লেখ করেছেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে এমন হামলা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন হিনা রব্বানি খার।

তিনি আরও বলেন, ভারত নিজেকে বিচারক ও ফাঁসিদাতা ভাবছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে পার পেয়ে যাবে তারা এমনটি নয়।

খার দাবি করেন, পাকিস্তান বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিল।

খার বর্তমানে কাতারের দোহা বিমানবন্দরে আটকা পড়েছেন। কারণ— ভারত-পাকিস্তান সংঘাতের পর সমস্ত ফ্লাইট বাতিল হয়েছে। তিনি এই পরিস্থিতিকে ‘ভারত সৃষ্ট জটিলতা’ বলে বর্ণনা করেছেন।

সর্বশেষ সংবাদ

প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, যে বার্তা দিলেন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ এক মাস আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। জেনারেশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ