spot_img

ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুল হকসহ ২ জন

অবশ্যই পরুন

২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৭ মে) তাদের আদালতে হাজির করা হয়। কর্মকর্তারা হলেন, সাবেক আইজিপি শহিদুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

এর আগে গত ৯ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই তিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এই মামলার শুনানি হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে প্রথম মুসলিম নারী

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী ব্রিটেনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ