spot_img

ডোপটেস্টে নিষেধাজ্ঞার ২ দিন পরই মুক্ত রাবাদা

অবশ্যই পরুন

ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার পর প্রাথমিকভাবে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেও দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার শাস্তি কমে এসেছে। পেশাদার আচরণ বজায় রাখা এবং ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর এই নিষেধাজ্ঞা এক মাসে কমিয়ে আনা হয়েছে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে এক মাসের শাস্তি ভোগ করেছেন, ফলে সব ধরনের ক্রিকেটে তাঁর খেলতে আর কোনো বাধা নেই।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) নিশ্চিত করেছে যে রাবাদার উপর আর কোনো অতিরিক্ত শাস্তি আরোপ করা হচ্ছে না। রাবাদা ভবিষ্যতে পেশাদার আচরণ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে তিনি তাঁর কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২১ জানুয়ারি কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন। আইপিএলে খেলার সময় গত ১ এপ্রিল তাঁকে এই ফলাফল সম্পর্কে জানানো হয় এবং প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার খবরের পর ৩ এপ্রিল রাবাদা আইপিএল ছেড়ে দেশে ফিরে যান।

এসএআইডিএস-এর বিবৃতি অনুযায়ী, দেশে ফেরার পর রাবাদা নিষিদ্ধ পদার্থের ব্যবহার রোধে আয়োজিত শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর এই ইতিবাচক আচরণে ক্রিকেট বোর্ড সন্তুষ্ট হয়েছে এবং এর ফলেই তাঁর তিন মাসের শাস্তি কমিয়ে এক মাসে আনা হয়েছে। গুজরাট টাইটান্সের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই গতি তারকার।

সর্বশেষ সংবাদ

হত্যার হুমকি পেলেন শামি

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর বার্তা দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ