শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে আজ সোমবার শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় সফরকারীরা।
শ্রীলঙ্কার দেওয়া ১৯৭ রানের জবাবে ১৬৯ রানে থেমেছে আজিজুল হাকিম তামিমের দল। সিরিজে এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা।
শ্রীলঙ্কার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগারদের। ৮ রানেই হারায় প্রথম উইকেট। সাজঘরে ফিরে যান জাওয়াদ আবরার। ১১ বলে ৭ রান করেন তিনি।
ঠিক পরের বলেই আউট হন আরেক ওপেনার কালাম সিদ্দিকি অলিন। দলের রান সেই ৮-ই ছিল। কালাম আউট হন কেবল ১ রান করে।
দলীয় ১৭ রানে তামিমও বিদায় নেন। তিনি ৮ বলে ৪ রান করেন। পরে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ হাল ধরেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৯৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ জিততে তখনো দরকার ১০১ রান।
তখন সামিউন বশির ও ফরিদ হাসানের জুটিতে ফেরার স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে কেউই দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানে অলআউট হয় জুনিয়র টাইগাররা। ফলে ২৭ রানে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
এর আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আধাম হিমলি। বিমাঠ দিনসারা করেন ৪২ রান। বাংলাদেশের যুবাদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সামিউন বশির। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করেন তিনি। এছাড়া দুইটি করে উইকেট পান রিজান হোসেন, ফারহান শাহরিয়ার ও সাদ ইসলাম।