spot_img

পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

অবশ্যই পরুন

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত।

এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের...

এই বিভাগের অন্যান্য সংবাদ