spot_img

খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে এর সাথে সম্পর্কিত সকল ইস্যুতে সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্যের সব খাতে তথ্যের সঠিকতা না থাকায় সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে। গত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন হয়েছে। এই অবস্থার উত্তরনে প্রাতিষ্ঠানিক ও সরকারের অঙ্গগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে ব্যয়ের যে মহোৎসব তৈরি হয়েছিল, তার দায় নাগরিকদের উপর বোঝা হিসেবে দেখা দিয়েছে। রাতারাতি এসব পরিবর্তন সম্ভব নয় তবে সেসব উন্নয়নে কাজ চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

বিশ্বজুড়ে বক্স অফিসে সবচেয়ে আয় করা তারকা স্কারলেট জোহানসন

অ্যাভেঞ্জার্স অ্যান্ড ডাইনোসর—এই কম্বিনেশনই হয়তো যথেষ্ট! ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর ব্যাপক বক্স অফিস সাফল্যের পর, সিনেমাটির প্রধান অভিনেত্রী স্কারলেট জোহানসন...

এই বিভাগের অন্যান্য সংবাদ