২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন- তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়া তালিকায় ৯৩ জন নিহতের কথা বলেছে হেফাজত।
তথ্য যাচাই বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। যদিও নিহত ৬১ জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন, অধিকার।
হেফাজতের প্রকাশিত প্রাথমিক তালিকাটি নিচে দেয়া হলো-
শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে হেফাজতে ইসলাম। অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর।