spot_img

আমাদের ভূখণ্ডে মার্কিন সেনা চলবে না: মেক্সিকোর প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

মেক্সিকোর ড্রাগ কার্টেলের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনা প্রেরণের প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ঘোষণা করেছেন যে তার দেশের মাটিতে কোন ধরনের মার্কিন সেনা চলবে না। রোববার (৪ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বলা হয়েছিল যে গত কয়েক মাসে ট্রাম্পের সাথে ব্যক্তিগত আলোচনায় শেইনবাউম মেক্সিকোতে মার্কিন সামরিক সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।

তবে মার্কিন সংবাদমাধ্যমটির এমন দাবির পরিপ্রেক্ষিতে শেইনবাউম বলেন, ‘না, আমরা চেয়েছি দুই দেশ মাদক বিরোধী কাজে সহযোগিতা করুক। কিন্তু তার মানে এই নয় মার্কিন বাহিনী মেক্সিকোতে তহল দিবে। এমন দাবি অযৌক্তিক। তথ্য ভাগাভাগি করতে পারি, কিন্তু কখনোই আমাদের ভূখণ্ডে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি মেনে নেব না।’

মেক্সিকান প্রেসিডেন্টের এমন বক্তব্যর পর, মার্কিন-মেক্সিকো সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। শেইনবাউমের এই স্পষ্ট অবস্থান মেক্সিকোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ়তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে ‘দখলদারি অপরাধ’ চালিয়ে যেতে দেওয়া যাবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনি জনগণ ‘সবচেয়ে ভয়াবহ দমন-পীড়ন ও গণহত্যার’...

এই বিভাগের অন্যান্য সংবাদ