spot_img

অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

অবশ্যই পরুন

ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি মাঠে বা মাঠের বাইরে যা করেন তাই সমালোচনার তৈরি হয়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে গেছে।

বৃহস্পতিবার (১ মে) ছিল আনুষ্কা শর্মার জন্মদিন। এদিন সামাজিকমাধ্যমে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেন বিরাট কোহলি। সে দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন কোহলি। সেই পোস্টটি অবনীত নিজে করেননি। তার ভক্তদের পেজে করা হয়। তবে কোহলির দেওয়া সেই ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে আনুষ্কাকে ট্যাগ করেন। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে সামাজিকমাধ্যমে ব্যাখ্যা দিতে বাধ্য হন ভারতীয় দলের সাবেক অধিনায়ক কোহলি।

এই বিষয় নিয়ে কোহলি লিখেন, ‘‘ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে কিছু একটা ঘটে গিয়েছে। এর পিছনে আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না। সকলকে অনুরোধ, এই বিষয়টি নিয়ে অকারণ চর্চা বন্ধ হোক। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারবেন। ধন্যবাদ।’’

কোহলি পোস্টে লিখে বোঝাতে চেয়েছেন, ইচ্ছা করে স্ত্রীর জন্মদিনে অন্য অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দেননি। বিষয়টি অসাবধানতাবশত ঘটে গিয়েছে। কোহলির ব্যাখ্যা অনেককে সন্তুষ্ট করতে পারেনি। নেটিজেনরা অনেকেই বলছেন, অ্যালগোরিদম বেছে বেছে কি অবনীতের ছবিই খুঁজে পেল? সামাজিক মাধ্যম থেকে গত কয়েক মাস নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি। আইপিএলের মাঝে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের নাম্বার ওয়ান ব্যাটার।

উল্লেখ্য, আইপিএলে ব্যাট হাতে বেশ ভাল সময় যাচ্ছে কোহলি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬৩.২৮ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। ছ’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। ১০ ম্যাচ খেলে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বেঙ্গালুরু। প্লে-অফে ওঠার দৌড়ে প্রথম সারিতে রয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স।

সর্বশেষ সংবাদ

শাকিবের ‘প্রিন্স’ ছবিতে কে এই নায়িকা

সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার দ্বিতীয় নায়িকার নাম সামনে এসেছে। তিনি কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আনন্দবাজার লিখেছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ