spot_img

ভারত-পাকিস্তান উত্তেজনায় সৌদি আরবের উদ্বেগ

অবশ্যই পরুন

সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। ৩০ এপ্রিল (বুধবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় দেশকে উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক পথ অনুসরণ করে বিরোধ মেটাতে আহ্বান জানায়।

বিবৃতিতে সৌদি আরব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক গড়ার আহ্বান জানায়। এতে বলা হয়, উভয় দেশের জনগণ এবং গোটা অঞ্চলের কল্যাণে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি।

সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকারের দাবি, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জানান, ইসলামাবাদের কাছে রয়েছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ যা ইঙ্গিত দিচ্ছে যে ২২ এপ্রিল পহেলগামে হওয়া হামলার অজুহাতে নয়াদিল্লি সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের কঠোর ও উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে।

উল্লেখ্য, কাশ্মীর হামলার জন্য ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে সম্পৃক্ততার অভিযোগ করা হলেও, তা জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান।

সূত্র: সৌদি গেজেট

সর্বশেষ সংবাদ

‘জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়’

জনগণ বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত জনতার পুলিশ হিসেবে দেখতে চায়। পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ