spot_img

বক্স অফিসে ঝড় তুলছে মোহনলালের সিনেমা

অবশ্যই পরুন

মালয়ালম ছবির কিংবদন্তি অভিনেতা মোহনলাল অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘থুদারুম’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ে ছবিটি। এর মধ্যেই দর্শক-সমালোচকের মন জয় করে নিয়েছে ‘থুদারুম’। বক্স অফিসে ঝড় তোলা এই ছবিতে কী আছে?

মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৬৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ছবিটি। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩১ কোটি ৩৫ লাখ রুপি। মনে করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে ছবিটি।

ছবির গল্প শৈল শহরের এক ট্যাক্সিচালক বেঞ্জকে নিয়ে। দুই সন্তান আর স্ত্রী লালিথাকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু হঠাৎই তাদের সাজানো–গোছানো জীবনে নেমে আসে অশান্তি, পুরো পরিবারসহ বেঞ্জ জড়িয়ে পড়েন পুলিশি ঝামেলায়। আদৌ কি এই জাল ছিঁড়ে বের হতে পারবেন বেঞ্জ? এমন গল্প নিয়ে এগিয়েছে ছবিটি।

মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘তরুণ মূর্তি আর মোহনলাল মিলে দুর্দান্ত একটা প্রতিশোধের গল্প তুলে এনেছেন।’ গণমাধ্যমটি ‘থুদারুম’-কে ৫-এ রেটিং দিয়েছে ৪।

আরেকটি ভারতীয় গণমাধ্যম ইস্টার্ন আই লিখেছে, ‘মোহনলাল আবার আবেগ দিয়ে হৃদয় জয় করেছেন।’ হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘মোহনলালের দুর্দান্ত পারফরম্যান্স, তরুণ মূর্তির আরও একটি টান টান ছবি।’

মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি যেভাবে ব্যবসা করছে, তাতে বিশ্লেষকেরা মনে করছেন, চলতি বছরের অন্যতম ব্যবসাফল ছবি হতে যাচ্ছে ‘থুদারুম’।

‘থুদারুম’ ছবিতে অভিনয় করেছেন মোহনলাল, শোভানা, প্রকাশ ভার্মা, ফাহাদ ফাসিল প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ইরানের বন্দরে বিস্ফোরণ: ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ