spot_img

ট্রাম্প রসিকতা করে বললেন ‘পরবর্তী পোপ হতে চাই আমি’

অবশ্যই পরুন

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে জবাব দিয়েছেন। বলেছেন, তিনি নিজেকেই পরবর্তী পোপ হিসেবে দেখতে চান। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম ধর্মগুরু। রয়টার্সের এক প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের মজার উত্তর, ‘আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ’।

রসিকতার পর ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই। তবে তিনি যোগ করেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

তবে, নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত’।

সর্বশেষ সংবাদ

ইরানের বন্দরে বিস্ফোরণ: ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ