spot_img

পবিত্র মক্কা নগরীতে প্রবেশের আদব

অবশ্যই পরুন

আসন্ন হজ উপলক্ষে পৃথিবীর লাখ লাখ মুসলি্ল মক্কায় সমবেত হচ্ছেন। দলে দলে প্রবেশ করছেন পবিত্র নগরীতে। প্রাজ্ঞ আলেম মক্কায় প্রবেশের কিছু শষ্টিাচার বর্ণনা করেছেন।

তাদের বক্তব্যের সারকথা হলো :
১. জেদ্দায় পথে মক্কা শরিফে আসতে গেলে মক্কার প্রায় ২২ কিলোমিটার দূরে হুদায়বিয়ার অবস্থান। যার বর্তমান না শুমাইসি। সম্ভব হলে এখানে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া। কেননা এরপর মক্কার সীমানা শুরু হয়।

২. পবিত্র এই শহরে প্রবেশের সময় বেশি বেশি তাওবা ও ইসে্তগফার করা, বিনয় ও আদবের সঙ্গে তালবিয়া ও দরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক।
৩. মসজিদুল হারামের উত্তর দিক তথা জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব।
৪. মক্কায় প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। বর্তমানে গাড়িচালকরা রাস্তায় গোসলের সুযোগ দেয় না, তাই মক্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গোসল করে নেওয়া উত্তম।
৫. মসজিদুল হারামে প্রবেশের সময় বাবুস সালাম (২৪ নং গেট) দিয়ে প্রবেশ করা মুস্তাহাব।
৬. কাবাঘরে প্রবেশের সময় তালবিয়া পড়তে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে বিনয়ের সঙ্গে প্রবেশ করা।
৭. মসজিদে প্রবেশের সুন্নাত ও শষ্টিাচারের প্রতিও লক্ষ্য রাখা আবশ্যক। যেমন জুতা-স্যান্ডেল খুলে ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দরুদ পাঠ করা এবং নির্ধারিত দোয়া পড়া। মসজিদে প্রবেশের দোয়া হলো, ‘আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক’ (হে আল্লাহ! আমার জন্য আপনার অনুগ্রহের দরজা খুলে দিন)।

সূত্র : আহকামে হজ্জ

সর্বশেষ সংবাদ

ইরানের বন্দরে বিস্ফোরণ: ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ