spot_img

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান বাণিজ্য উপদেষ্টার

অবশ্যই পরুন

জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রত্যাশিত মাত্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে উভয় দেশের ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার করতে অনুষ্ঠানে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও পাকিস্তান তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (পিআরজিএমইএ)-র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন ও পিআরজিএমইএর ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম শুধু বাণিজ্যিক সম্পর্ক মজবুত করবেই না, বরং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও বাড়াবে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করে যৌক্তিক বাণিজ্য পরিবেশ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, এই ফোরাম দুই দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, পণ্যবিনিময় এবং বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ আমদানি করেছে ৬২ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ডলারের পণ্য এবং রপ্তানি করেছে ৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার ডলারের পণ্য।

এর আগে, গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশের এফবিসিসিআই এবং পাকিস্তানের এফপিসিসিআই।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ