এবার পুলিশ সপ্তাহ হবে অনাড়ম্বর, অতীতের কাজের মূল্যায়ন ও ভবিষ্যতের পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। প্রধান উপদেষ্টা এতে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এছাড়া আইজিপি বলেন, পলাতক পুলিশ সদস্যদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে, এরইমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন আইজিপি। এসময় তিনি আরও বলেন, এবারের পুলিশ সপ্তাহ হবে শুরু হবে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত।
আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। অর্থ আদায় বা বিভিন্ন স্বার্থে মিথ্যে মামলা দেয়া হচ্ছে। কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হবে না। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরই গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেয়া যেতে পারে বলে অভিমত তার। বলেন, পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হলে জানা যাবে ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ কারা দিয়েছিলো।
আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ৫ আগস্টের পর ১৫শ মামলা হয়েছে। এর মধ্যে ৬ শ হত্যা মামলা, হত্যা মামলার বাইরে দায়ের করা মামলার মধ্যে দুটিতে অভিযোগপত্র দেয়া হয়েছে।
‘সাংবাদিকসহ বিভিন্নজনের নামে মিথ্যা মামলা হচ্ছে’—এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন। যখন একজন বাদী নিয়ে আসেন তখন সেটি আমাদের মামলা হিসেবে রুজু করতে হয়। তখন এটা সত্য না মিথ্যা যাচাই করার সুযোগ নেই। অভিযোগ যেটা দেয়, সেটা আমার নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। এই অপরাধটা হয়েছে।’