বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। সোমবার (২৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে এই আহ্বান জানান। চীন এমন এক সময় এই আহ্বান জানালো যখন কাশ্মিরের পাহেলগাঁওতে ভয়াবহ এক হামলার পর টানা চতুর্থ রাত নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক। ২০০০ সালের পর এটি কাশ্মীর অঞ্চলে অন্যতম ভয়াবহ সশস্ত্র হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ বা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের সংগঠনটি শুরুতে দায় স্বীকার করলেও পরে স্পষ্টভাবে তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে।
প্রমাণ উপস্থাপন না করেই ভারত হামলাকারীদের সীমান্ত-পারাপারের যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে পাকিস্তান কঠোরভাবে কোনো জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীন আশা করে উভয় পক্ষ সংযমের পরিচয় দেবে। একে অপরের সঙ্গে মিলিত হবে। পারস্পরিক মতপার্থক্যগুলোকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সঠিকভাবে সমাধান করবে এবং একসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।’
তিনি বলেন, ‘চীন এমন সব উদ্যোগকে স্বাগত জানায়, যা পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে।’