spot_img

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ

অবশ্যই পরুন

দাপটের সঙ্গে দিন শুরু করলেও শেষ বেলায় আর তা ধরে রাখতে জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। দাপটের সঙ্গে দিন শুরু করলেও শেষ বেলায় আর তা ধরে রাখতে পারেনি তারা।

৬০ রান খরচায় তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করেছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলটির দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেনের ব্যাটে সমান ২১ রান করে আসে। তবে তিন এবং চারে নেমে ফিফটির দেখা পান যথাক্রমে নিক ওয়েলচ (৫৪) এবং শন উইলিয়ামস (৬৭)। এর মধ্যে উইলিয়ামসে তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান স্পিনার নাঈম হাসান।

৫৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্রথমে মাঠ ছাড়েন ওয়েলচ। প্রথম আবার ব্যাটিংয়ে ফিরলেও নিজের খাতায় আর এক রানও যোগ করতে পারেননি তিনি।

দলটির পরের সাত ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। এর মধ্যে সর্বোচ্চ ১৮* রান এসেছে তাফাদজোয়া সিগার ব্যাটে।

মূলত শেষ সেশনেই দিনের গতিপথ বদলে গেছে। ২ উইকেটে ১৬১ রান নিয়ে এই সেশন শুরু করা জিম্বাবুয়ে চা বিরতির পর ৬৬ রান যোগ করতেই খুইয়েছে ৭ উইকেট।

জিম্বাবুয়ের এমন ধসের কারণ তাইজুলের বিধ্বংসী বোলিং। এদিন ২৭ ওভার বল করে স্রেফ ৬০ রান খরচায় ৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দুই উইকেট পেয়েছেন আরেক স্পিনার নাঈম হাসান।

উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বোলার আল ফাহাদের বিধ্বংসী স্পেল ও ব্যাটসম্যান জাওয়াদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ