spot_img

কাশ্মির ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশ্যই পরুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। স্বাধীন এবং তৃতীয় কোনো পক্ষকে এই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। খবর, জিও নিউজের।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর একই সুরে কথা বললেন তিনি। জানান, নিরপেক্ষ তদন্তের জন্য যেকোনো সহায়তায় প্রস্তুত ইসলামাবাদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক প্রসঙ্গ বিবেচনায়, দিল্লির তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট আস্থার সংকট রয়েছে পাকিস্তানের। তাই স্বাধীন ও নিরপেক্ষ কোনো পক্ষকে এই তদন্তের আহ্বান জানাই। শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ পাকিস্তান। তবে সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোস করবে না।

উল্লেখ্য, পেহেলগামে হামলার ঘটনায় ইসলামাবাদের দিকে নয়াদিল্লি অভিযোগের আঙ্গুল তোলায়, ক্ষোভ প্রকাশ করেন নাকভি। বলেন, পাকিস্তান চায় প্রকৃত সত্য বেরিয়ে আসুক; নিশ্চিত হোক ন্যায়বিচার। একইসাথে, ভারতীয় তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সর্বশেষ সংবাদ

আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না: ডিএমপি কমিশনার

পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ