spot_img

মোদি কেন পাকিস্তানের আকাশপথ এড়িয়ে দেশে ফিরলেন

অবশ্যই পরুন

ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে সৌদি আরব থেকে দেশে ফিরে গেছেন। সৌদিতে যাওয়ার সময় তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন। তবে ফেরার পথে প্রতিবেশী দেশটির আকাশসীমা এড়িয়ে যান।

আজ বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার সময় মোদির বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন। কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে, তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়।

পরে দিল্লির পালম এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রী মোদির বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

মোদির সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।

সর্বশেষ সংবাদ

ওটিটিতে আসছে ঝড় তোলা ন্যানির ‘হিট-৩!

বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া দক্ষিণী ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ এবার আসছে ওটিটিতে। ১ মে মুক্তি পাওয়া এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ