spot_img

কাশ্মীর হামলায় ভয়ংকর ঘটনার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া সোহিনী

অবশ্যই পরুন

পুলওয়ামা হামলার পর মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় হামলা চালালো বন্দুকধারীরা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন বিতান। স্ত্রী সোহিনী চোখের সামনে দেখেছেন কীভাবে বন্দুকধারীদের গুলিতে ঢলে পড়েন বিতান।

কর্মসূত্রে বিতান থাকতেন যুক্তরাষ্টে। দেশে ফিরে স্ত্রী সোহিনী অধিকারী ও ছেলে রিদানকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে। সেখানেই ঘটে গেল ভয়ংকর ঘটনা।

মনোরম সৌন্দর্যের জন্য পেহেলগামের বৈসারনকে বলা হয় ‘মিনি সুইজারল্যান্ড।’ সেখানেই বেড়াতে গিয়েছিলেন বিতানরা। সোহিনী জানান, হঠাৎ করে এসেই গুলি চালিয়ে দিল বন্দুকধারীরা। বৃহস্পতিবার সোহিনীদের ফেরার কথা ছিল। তার আগেই এসব হয়ে গেল।

জি২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যা খবর তাতে কমপক্ষে ১০ জন বন্দুকধারী সেনাবাহিনীর পোশাক পরে এসে বেছে বেছে গুলি চালায়। যে কাশ্মীরে এত নিরাপত্তার বাড়াবাড়ি বলে শোনা যায় সেখানে কী ভাবে এমন হামলা চালানো সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠছে।

আহতদের আপাতত অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা হাসপাতাল ঘিরে রেখেছে সিআরপিএফ। এদিকে গতকালই শ্রীনগরে চলে এসেছেন অমিত শাহ। তার সঙ্গে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

অন্যদিকে, আজ সৌদি আরব সফর ছোট করে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই তিনি একটি ছোটখাটো বৈঠক করে ফেলেছেন।

২০১৯ সালে পুলওয়ামার হামলায় বন্দুকধারীর গুলিতে প্রাণ গিয়েছিল ৪০ সিআরপিএফ জওয়ানের। তার পর এটাই জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়ংকর হামলা। মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈসারনে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ