গত বছরের শুরু থেকেই খুনের হুমকিতে জেরবার বলিউড! প্রথমে সালমান খানকে প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। এমনকি ভাইজানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনাও ঘটে। এরপর অক্টোবরে সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিক খুন হন। গত নভেম্বরে শাহরুখ-সালমানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি আসে মুম্বাই পুলিশের কাছে। এবার প্রাণনাশের হুমকি পেলেন টাইগার শ্রফ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (২১ এপ্রিল) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে হঠাৎ এক ফোন আসে। যেখানে দাবি করা হয়, ২ লাখ রুপির বিনিময়ে অভিনেতাকে মেরে ফেলার চুক্তি দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে।
স্বাভাবিকভাবেই এমন হুমকির ফোন আসার পরেই নড়েচেড়ে বসে পুলিশ প্রশাসন। কারণ গত বছরই ট্রাফিক কন্ট্রোল রুমে আসা বলিউড তারকাদের উদ্দেশে ঘনঘন হুমকি ফোন চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল প্রশাসনের কপালে!
কে বা কারা টাইগারকে খুনের জন্য হুমকি দিয়েছে? প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি মূলত পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাঁকে নাকি ২ লাখ রুপি আর অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফপুত্রকে হত্যার চুক্তি দেওয়া হয়েছে।
এদিকে, এই হুমকির পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়া দাবি করেছেন। তবে এই গল্প ফেঁদে ছাড় পাওয়ার উপায় নেই।
ইতিমধ্যে এই ঘটনায় খর থানায় এফআইআর দায়ের হয়েছে। প্রথমে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। তারপর ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশ তাকে হেফাজতে নেয়।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল গণমাধ্যমে বলেন, ‘একটি এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এই হুমকি সম্পূর্ণ ভুয়া, জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি পুলিশকে মনগড়া গল্প শুনিয়েছিলেন।’
সূত্র: পিঙ্কভিলা