spot_img

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন

অবশ্যই পরুন

শ্রম বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের মূল সুপারিশ—সকল শ্রমিকের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা।

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, সংস্কার কমিশন জাতীয় ন্যূনতম শ্রম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে। এ সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা অত্যন্ত জরুরি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারসহ শ্রমিক সংগঠন গঠনের প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া, সব কলকারখানায় যৌন নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

এর আগে দুপুরে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম সংস্কার কমিশনের সদস্যরা প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।

প্রসঙ্গত, ১৯ সদস্যের এই কমিশনে রয়েছেন সাবেক সচিব মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম বিভাগের সভাপতি তপন দত্ত, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সাবেক সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

দেশে আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ