spot_img

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

সিলেট টেস্টে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান।

এর আগে, মেহেদি হাসান মিরাজের ফাইফারের পরেও ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। টাইগারদের ১৯১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের বেন কারানকে শুরুতেই ফেরান নাহিদ রানা। ৫৭ রান করা ব্রায়ান বেনেটকেও তুলে নেন সেই রানা। উইলিয়ামস ও মাধভেরের ৪৮ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৪ রানে আউট হন মাধভেরে। ৫৯ রান করে মেহেদি মিরাজের স্পিনে কাটা পড়েন শন উইলিয়ামস। পরে মিরাজের জোড়া আঘাতে ফেরেন ৩৫ রান করা মায়াভো ও মাসাকাদজা।

শেষদিকে এনগারাভার অপরাজিত ২৮ রানের ইনিংসে ভর করে ২৭৩ রানে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। মিরাজ তুলে নেন ক্যারিয়ারের ১১তম ফাইফার।

জবাবে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থতার পাল্লা ভারী করে ব্যক্তিগত ৪ রানে মুজারাবানির শিকার হন সাদমান ইসলাম। সহজ একটি ক্যাচ মিসের কারণে এদিনের মতো রক্ষা পান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। জয় ২৮ এবং মুমিনুল হক অপরাজিত আছেন ১৫ রানে।

সর্বশেষ সংবাদ

মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ