spot_img

হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের

অবশ্যই পরুন

হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসাথে প্রশংসাও করেন ফিলিস্তিনি এ সংগঠনটির নেতৃত্বের।

হামাসের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া তিন রুশ নাগরিকের সাথে বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে এ খবর।

এ সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

পুতিন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আপনারা যে আজ মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক।

২০২৩ সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দি হন রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ ও বাগদত্তা সাপির কোহেন। সেই বছরের নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেক্সান্দার।

সর্বশেষ সংবাদ

টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৪ ফায়ার ফাইটার বার্ন ইনস্টিটিউটে ভর্তি

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চারজন ফায়ার সার্ভিস সদস্যকে শেখ হাসিনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ