spot_img

জনগণ-সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্যের আহ্বান সম্পাদক মাহামুদুর রহমানের

অবশ্যই পরুন

জনগণ ও সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহামুদুর রহমান।

শনিবার (১২ এপ্রিল) সকালে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মাহামুদুর রহমান বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন। এসময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কারের নীতিমালাও তুলে ধরেন মাহমুদুর রহমান। দলীয় রাজনীতিতে সেনাবাহিনীর প্রবেশ দেশের জন্য মঙ্গল নয় বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজনে বাংলাদেশের জনগণকে ভারতের বিষয়ে সদা সর্তক থাকতে বলেন এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমেদ।

সর্বশেষ সংবাদ

‘ওসি-এএসআইসহ কয়েকজন মিলে ৬ জনকে হত্যার পর মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়’

জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ