spot_img

দক্ষিণ-পূর্ব এশিয়ান তিন দেশ সফরে যাচ্ছেন শি জিন পিং

অবশ্যই পরুন

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ বছর তাঁর প্রথম বিদেশ সফর শুরু করেছেন, যার আওতায় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ—ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া—পরিদর্শন করবেন। সফরের লক্ষ্য হচ্ছে, চীনের নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, সি ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়া সফর করবেন এবং এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল কম্বোডিয়া যাবেন। এ সফরের মাধ্যমে তিনি পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালীকরণে আগ্রহী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকে বেইজিং এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে।

শি জিন পিংয়ের জন্য এই সফরটি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি সর্বশেষ ৯ বছর আগে কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেছিলেন। ফলে এ সফর তাঁর ব্যক্তিগত কূটনৈতিক উদ্যোগের একটি বড় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে ভারত, চূড়ান্ত সূচি ঘোষণা বিসিবির

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ