spot_img

অর্থনীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

অবশ্যই পরুন

অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়— এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।

পাচারের টাকা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায় কিভাবে কার সম্পদ আছে? তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশী সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে থাকা তাদের সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশী সময় লাগবে। কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।

সর্বশেষ সংবাদ

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: সৈয়দা রিজওয়ানা

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ