spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন: ইরান

অবশ্যই পরুন

পারমানবিক কর্মসূচীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচী সীমিতকরণের বিষয়ে আলোচনা করতে গত মাসে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তিনি একটি চিঠি পাঠান।

গত সপ্তাহে ট্রাম্প জোর দিয়ে বলেন, যদি তারা কোনো চুক্তি না করে তাহলে ইরানে বোমা হামলা করা হবে। এদিকে, রোববার (৬ এপ্রিল) আলোচনার আহ্বানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে আরাঘচি বলেন, আপনি যদি আলোচনাই চান তাহলে হুমকি দেয়ার মানে কী?

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ তেহরানের বিরুদ্ধে পারমানবিক অস্ত্র তৈরির অভিযোগ করে এসেছে। তেহরান অবশ্য বরাবরই যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখান করে এসেছে। দেশটির তরফ থেকে জানানো হয়, ইরান কোনো প্রকার পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের কাছে তিন মাস সময় চান ড. ইউনূস

বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের জন্য অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ