spot_img

গাজা গণহত্যা ইস্যুতে প্রতিবাদ: শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি একাধিক ছাত্র সংগঠনের

অবশ্যই পরুন

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন।

রোববার (৭ এপ্রিল) রাজধানীর একাধিক স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কিছু স্থানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। আবার কিছু জায়গায় নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান নয়, বরং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিলে বড় জমায়েত তৈরি করে গাজা ইস্যুতে প্রতিবাদ জানায়।

বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা।

একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল।

বিক্ষোভ চলছে ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজউক উত্তরা মডেল কলেজসহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মিরপুর ১০ নম্বরে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ।

এছাড়া বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমূখে পদযাত্রার করবে পেশাজীবী সংগঠনগুলো।একই সময় মগবাজার থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি।

উল্লেখ্য, কর্মসূচিতে সংহতি জানিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ