spot_img

গাজা থেকে ইসরায়েলে একের পর এক রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা

অবশ্যই পরুন

গাজা থেকে প্রায় ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের হামলায় ইসরায়েলের আশকেলন এবং গ্যান ইয়াভনে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। খবর আল জাজিরা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ থেকে রোববার (৬ এপ্রিল) অন্তত ৫ থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। যেগুলো তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি রকেটের মধ্যে একটি রকেট আটকানো সম্ভব হয়নি। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ