spot_img

গাজার তিন স্কুলে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৩

অবশ্যই পরুন

গাজার তিনটি স্কুলে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। যারমধ্যে ১৮ জনই শিশু।

শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এসব হামলায় আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, গাজা সিটির তুহফা এলাকায় অবস্থিত স্কুল তিনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিলো। এরমধ্যে দার আল আরকাম নামের একটি স্কুলেই অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এদিকে বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি তাণ্ডবে নারী ও শিশুসহ কমপক্ষে ১১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যারমধ্যে ৭১ জনের প্রাণ গেছে গাজা সিটিতে।

সর্বশেষ সংবাদ

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ