spot_img

ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলায় ‘শক্তিশালী পরিকল্পনা’ ইইউর

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তিশালী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পক্ষ থেকে বাণিজ্যযুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দিয়েছে।

ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, “যদি যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে শুল্ক আরোপ করে, তবে ইইউ-এর একটি শক্তিশালী পরিকল্পনা রয়েছে।” তবে তিনি এও বলেন, ইউরোপের প্রধান লক্ষ্য হলো আলোচনা ও সমাধানের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া।

ডোনাল্ড ট্রাম্প আগামী ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ হিসেবে ঘোষণা করেছেন, যেখানে তিনি শুল্ক সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের ধারণা, এসব নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ১০ হাজার কোটি ডলার লাভ বয়ে আনবে।

ইইউ প্রেসিডেন্ট লিয়েন আরও বলেন, “আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে ট্রাম্পের ঘোষণা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব।” তিনি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ