spot_img

ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ধোনি

অবশ্যই পরুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে মহেন্দ্রি ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এত নিচে ব্যাটিং করার জন্য এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে সমালোচনা হচ্ছে। এবার ধোনি নিজেই সেটার ব্যাখা দিলেন।

সেই ম্যাচে শেষদিকে নেমে ১৬ বলে ৩০ রান করেছিলেন ধোনি। তবে তাতেও দলের হার এড়ানো যায়নি। ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের।

ব্রডকাস্টার জিওহটস্টারের সাথে আলাপকালে ধোনি বলেছেন, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তা ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল। আমাদের দলে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং আপনি নিশ্চিতভাবেই ওদের একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।’

ধোনি আরও যোগ করেন, ‘তারা ওদের কাজ যথাযথ করছে। এমনটা নয় যে প্লেয়ারদের প্রোমোট করছেন বলে ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে সমস্যা কোথায়। তা ছাড়া এটা আমার ওপর থেকে চাপও কমায়।’

দলের বাকিদের ওপর আস্থা থাকায় তাদের সুযোগ দিয়েছিলেন ধোনি। তিনি বলেন, ‘ফলে এমনই ছিল চিন্তাধারাটা। যদি ব্যাটিং ভালো না করত, রান না আসত তাহলে এখানে পরিবর্তন আসতে পারত। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে সবারই ভালো হচ্ছে তাহলে কেন (এমন সিদ্ধান্ত নেওয়া হবে) না?’

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ