spot_img

ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

নেপাল, ভূটান ও ভারতের সেভেন সিস্টার্সসহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেইজিংয়ে ‘দ্য প্রেসিডেনশিয়াল’-এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এমনটা জানান তিনি।

আনুষ্ঠানিক বক্তব্যে ড. ইউনূস চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়গের আহ্বান জানান। এসময় দেশে তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণও তুলে ধরেন তিনি।

একই সাথে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন নতুন ক্ষেত্রের কথাও উল্লেখ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তরুণদের সংখ্যা কম নয়, যারা বাংলাদেশকে এগিয়ে নিতে অবিচল রয়েছে। তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তাই বাংলাদেশ হতে পারে বিনিয়োগে অনন্য জায়গা।

এসময়, চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

‘জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়’

জনগণ বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত জনতার পুলিশ হিসেবে দেখতে চায়। পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ