spot_img

ওসাসুনার বিপক্ষে জয়, শীর্ষস্থান মজবুত বার্সার

অবশ্যই পরুন

ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। এই জয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের তুলনায় ৩ পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাবটি।

এর আগে, প্রথম দেখায় ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিলো হ্যান্সি ফ্লিকের দল। দলের চিকিৎসকের মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচটি বড় ব্যবধানে জিতে মধুর প্রতিশোধ নিলো বার্সেলোনা। যদিও ব্যস্ত সূচির কারণে নিয়মিত একাদশের কয়েকজনকে ছাড়াই খেলতে নামে ক্লাবটি।

ম্যাচের ১১ মিনিটেই ফেরান তোরেসের গোলে লিড নেয় কাতালান জায়ান্টরা। ২১ মিনিটে স্পটকিক (পেনাল্টি) থেকে গোল করে ব্যবধান বাড়ান দানি ওলমো। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর স্কোরশিটে নাম তোলেন বদলি ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা।

২৮ ম্যাচ শেষে বার্সার ভাণ্ডারে ৬৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের। আর ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ