স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীতে এক সভায় ব্রিফিংয়ে নাহিদ গত ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ১ম স্বাধীনতা এবং ২য় স্বাধীনতা বিতর্ক নিয়ে বলেন যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা না।
নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি।
এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈর শাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।
নাহিদ ইসলাম আরও বলেন, ভারত-বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে।