spot_img

ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছাড়লেন হামজা, ফিরবেন জুনে

অবশ্যই পরুন

জুনে ফিরে আসার বার্তা দিয়ে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১২টায় ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আকাশপথে রওনা দেন এই ফুটবলার।

জানা গেছে, এদিন সকাল পৌনে দশটার ফ্লাইটে তিনি প্রথমে ঢাকা থেকে সিলেটে যান। এরপর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটে করেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেনসেশন।

এর আগে, গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেন হামজা। লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এশিয়ান কাপ বাছাইপর্বে এক পয়েন্ট ঝুলিতে ভরেছে হামজার দল। পরে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে দেশে ফেরেন গতকাল।

ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক বার্তায় তিনি বলেন, ইনশা আল্লাহ আমি জুনে আবার আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন। পরের দুই বড় ম্যাচের জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ