spot_img

আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য: পারশা মেহজাবীন

অবশ্যই পরুন

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পারশা। সাক্ষাৎকারের একটি অংশে তাকে বলা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি যা যা অনুসন্ধান করা হয় তার মধ্যে অন্যতম তার নামের অর্থ।

পারশা নামের অর্থ কী? এই প্রশ্নের জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণি। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।

পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি।পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি।’

সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গেল। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ‘পারশা মেহজাবিনের সুগার ড্যাডি’ সংক্রান্ত। এ প্রসঙ্গে পারশা রসিকতা করে বলেন, ‘আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য। সুগার ড্যাডি দরকার নেই, আমি নিজেরটা নিজেই করি।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ