spot_img

পুলিশ-শ্রমিক সংঘর্ষে উত্তাল নয়াপল্টন, আহত তিন কনস্টেবল

অবশ্যই পরুন

বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় তারা।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টনে এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা। জানা গেছে, এনজেডএফ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক দুপুর পৌনে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তর ভবন ঘেরাও করে।

কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৩ কনস্টেবল আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা

গাজা নিয়ে নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুইদিন আগে তারা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন...

এই বিভাগের অন্যান্য সংবাদ