spot_img

দীর্ঘ ১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

২২বার ফুটবল বিশ্বকাপের মধ্যে মাত্র দুইবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে পেরেছে নিউজিল্যান্ড। অবশেষে, ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

সবশেষ ২০১০ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছিল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে নিউ ক্যালিডোনিয়া-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৫৪ মিনিটে পিঠের চোটে পড়ায় মাঠ ছাড়েন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। এক ঘণ্টা গোলশূন্য থাকার পর অবশেষে ম্যাচে পাওয়া যায় গোলের দেখা। ৬১ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার মাইকেল বক্সাল। ফ্রাঙ্কিস ডি ভ্রাইজের অ্যাসিস্টে বক্সাল করেছেন গোল। ৪৬ মিনিটে ম্যাথিউ গার্বেটের বদলি হিসেবে মাঠে নামেন ডি ভ্রাইজ।

প্রথম গোল করার ১৯ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে নিউজিল্যান্ড। এই দুই গোলই এসেছে বদলি ফুটবলারের পা থেকে। ৬৬ মিনিটে গোল করেন কস্তা বারবারোসেস। তিনি উডের বদলি হিসেবেই মাঠে নামেন। তাকে অ্যাসিস্ট করেন নিউজিল্যান্ড ডিফেন্ডার টিম পেইন।

নিউজিল্যান্ডের তৃতীয় গোলে অবদান রাখেন বারবারোসেস। ৮০ মিনিটে তার অ্যাসিস্টে গোল করেছেন এলিজা জাস্ট। ৪৬ মিনিটে ক্যালাম ম্যাককাওয়াটের বদলি হিসেবে জাস্ট নামেন।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ