spot_img

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি

অবশ্যই পরুন

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৪ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা মিনিট পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্ৰে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৪৭তম বিসিএসে শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদে রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি ফোর্স হিসেবে ৪২৬ জনকে নিয়োগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকার নিরাপত্তায় পুলিশকে সহায়তা করতে বেসরকারি নিরাপত্তাকর্মীদের মধ্য থেকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ৪২৬ জনকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ