spot_img

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে খেলার সময় গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে সাথে সাথেই একটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়।

তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কের ঘটনায় যে ব্যাখ্যা দিলো মিশন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে গত ২৪ আগস্ট নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একটি মতবিনিময় সভার আয়োজন করে। এদিন সভা...

এই বিভাগের অন্যান্য সংবাদ