spot_img

ঈদের ট্রেনযাত্রা শুরু, এবার বিনা টিকিটে একটুও ছাড় নয়

অবশ্যই পরুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ট্রেনযাত্রা থেকে শুরু হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ছয়টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে। সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রীম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি হয় গত ২০ মার্চ পর্যন্ত।

জানা গেছে, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার কোনোভাবেই বিনা টিকিটের যাত্রীদের ছাড় দেওয়া হবে না। সাধারণত অনেক সময় বিনা টিকিটের যাত্রীরা অল্প জরিমানা বা টিকিটের সমপরিমাণ অর্থ দিয়ে ছাড় পান, এবার সেটা হবে না। এক্ষেত্রে পুরোপুরি আইন মেনে শাস্তি প্রধান, জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

সর্বশেষ সংবাদ

ঈদে রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি ফোর্স হিসেবে ৪২৬ জনকে নিয়োগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকার নিরাপত্তায় পুলিশকে সহায়তা করতে বেসরকারি নিরাপত্তাকর্মীদের মধ্য থেকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ৪২৬ জনকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ