spot_img

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালল হুথিরা

অবশ্যই পরুন

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে, ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে, ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজিয়ে ছিল। পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করে।

এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার পাল্টা হিসেবে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকেও হুথির ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।

গোষ্ঠীটি শনিবার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি ছিল গত দুই দিনের মধ্যে তৃতীয় হামলা।

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমাকে অনিরাপদ রাখবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছিলেন এবং তেহরানকেও সতর্ক করে দেন, যেহেতু তারা এই গোষ্ঠীকে সহায়তা প্রদান করছে।

সর্বশেষ সংবাদ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ