spot_img

৪ দিনের রিমান্ডে হিজবুত তাহরীরের ৭ সদস্য

অবশ্যই পরুন

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সাত সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২২ মার্চ) পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম।র

সাতজন হলেন, মো: আরাফ ইব্রাহীম, মো: জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।

শনিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেফতার আসামিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে আকস্মিক মিছিল বের করে। তারা সরকারবিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এসময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ সংবাদ

দেশের ইতিহাসে স্বর্ণের রেকর্ড গড়া দাম আজ থেকে কার্যকর

দেশের ইতিহাসে স্বর্ণের দামে টানা তৃতীয়বারের মতো রেকর্ড সৃষ্টি করেছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ