spot_img

তারুণ্যে ভরা এই দেশকে পথভ্রষ্ট হতে দেয়া যাবে না: উপদেষ্টা আদিলুর

অবশ্যই পরুন

তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে আর কখনও পথভ্রষ্ট হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ, জাতীয় স্বার্থ ও ঐক্যের পথরেখা নিয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোই ঠিক করবে নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে এবং পরে কতটুকু সংস্কার হবে।

এছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা বলেন, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এ বিষয়ে সবার একমত থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইউরোপ আক্রমণে রাশিয়ার প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি পোল্যান্ডের

যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে ২০৩০ সালের মধ্যে ইউরোপ আক্রমণে প্রস্তুত হতে পারে রাশিয়া। এমনই হুঁশিয়ারি উচ্চারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ