spot_img

ইসরায়েলি অভিনেত্রীর অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

অবশ্যই পরুন

হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ জায়গা পাওয়া তারকাদের জন্য বড় গৌরবের বিষয়। সেই স্বপ্নের জায়গায় নাম উঠল অভিনেত্রী গাল গাদতের। তবে এই অর্জনকে কেন্দ্র করেই ঘটল বিশৃঙ্খলা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি অভিনেত্রী গাল গাদতের হলিউড ওয়াক অব ফেমে নাম অন্তর্ভুক্তির অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়াল ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থি বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে দুই পক্ষ স্লোগান দিতে শুরু করলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হলিউড বুলেভার্ডে।

গাল গাদত কেবল ইসরায়েলি অভিনেত্রী নন, দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে অনেক তারকা কথা বললেও গাল গাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। আর এ কারণেই তার ওয়াক অব ফেমের অনুষ্ঠানে সমর্থনে হাজির হয়েছিলেন ইসরায়েলপন্থিরা। অন্যদিকে, ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ও যুদ্ধবিরতির দাবিতে সেখানে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

ওয়াক অব ফেমের অনুষ্ঠানে সমর্থনে হাজির হয়েছিলেন ইসরায়েলপন্থীরা। অন্যদিকে, ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ও যুদ্ধবিরতির দাবিতে সেখানে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স

সংঘর্ষ শুরু হতেই লস অ্যাঞ্জেলেস পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু লোককে আটক করে পরে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গাল গাদত। তবে তার অনুষ্ঠানে ছিলেন স্বামী জারণ ভার্সানো ও চার মেয়ে, সঙ্গে পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেল।

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে শুরু হওয়া ওয়াক অব ফেমে এ পর্যন্ত জায়গা পেয়েছেন ২,৮০০ তারকা। তবে গাল গাদতের এই অর্জন যেভাবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল, তা হলিউডের ইতিহাসে বিরল!

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল, ট্রাম্পের সতর্কবার্তা

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলআবিব। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ