spot_img

ভারত গেলেন হামজারা, ফটোসেশন করেও বাদ তিনজন

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারত সফরে গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। সঙ্গে আছেন হামজা চৌধুরী। তবে ফটোসেশনে অংশ নিয়েও যেতে পারেননি তিনজন।

ভারত যাত্রার একদিন আগেও দল চূড়ান্ত করতে পারেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাই ভারতের মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ ফুটবলার। সেখান থেকে অবধারিতভাবে বাদ পড়তে হত কয়েকজনকে। কাবরেরা শেষ পর্যন্ত বাদ দিয়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেনকে। অবশেষে ২৪ জনের চূড়ান্ত দল নিয়েই ভারত সফরে গেছে বাংলাদেশ।

চোটের জন্য ক্যাম্পে থাকা ২৯ জনের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আর বাদ দেওয়া হয়েছিল ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে। দলে আছেন কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি, যিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।

এছাড়া নতুন হিসেবে দলে জায়গা পেয়েছেন আল আমিন। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ