সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে গতকাল দেশে ফিরেছে জাতীয় দল। তবে বিশ্রামের সময় পাচ্ছে না তারা। আজই অনুশীলনে নেমে পড়ছে দল। দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিচ্ছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী।
সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে হাভিয়ের কাবরেরা বাহিনী।
তায়েফের কন্ডিশনিং ক্যাম্প থেকে জাতীয় দল দেশে ফেরার পর থেকেই আলোচনায় ফাহমিদুল ইসলাম ইস্যু। বাংলাদেশী বংশোদ্ভূত এই ইতালিয়ান ফুটবলারকে ক্যাম্প থেকেই বাদ দিয়েছেন কোচ কাবরেরা। ফলে স্কোয়াডের বাকিদের সঙ্গে আর বাংলাদেশে ফেরেননি তিনি। যেখানে সমর্থকরা পাচ্ছেন সিন্ডিকেটের ষড়যন্ত্রের গন্ধ।
ফলে গতকাল থেকেই আন্দোলনে নেমেছে ‘বাংলাদেশ ফুটবল আল্টাজ’সহ বেশ কয়েকটি সমর্থক গ্রুপ। যার ডামাডোলে চাপা পড়ে গেছে হামজা চৌধুরীর দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি।
গত সোমবার (১৭ মার্চ) দেশে ফেরার পরপরই পৈত্রিক বাড়ি হবিগঞ্জে চলে গিয়েছিলেন হামজা। গতকাল ঢাকায় ফিরে কোচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর আজ বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আজই প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে ইংলিশ ক্লাবের এই ফুটবলার।
হামজার অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। বাফুফের অধিভুক্ত বিভিন্ন ক্লাব, ফেডারেশনকে টিকিট দিয়েছে ফেডারেশন। আজকের অনুশীলন দেখতে হলে টিকিট হাতেই কিংস অ্যারেনায় প্রবেশ করতে হচ্ছে। বিনা টিকিটে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
এমনকি মিডিয়ার জন্যও টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেই টিকিট নিয়ে হামজার অনুশীলন সেশন কাভার করতে হচ্ছে। ঘণ্টাখানেক সময় অনুশীলনের জন্য বরাদ্দ থাকলেও মিডিয়া উপস্থিত থাকতে পারবে ১৫-২০ মিনিট।
একাধিক পজিশনে খেলতে অভ্যস্ত হলেও হামজা মিডফিল্ডে খেলবেন তা মোটামুটি নিশ্চিত। জাতীয় দলের ৮ নম্বর জার্সি গায়ে চাপাবেন এই মিডফিল্ডার। তিনি দলে যুক্ত হওয়ায় বাদ পড়বেন মিডফিল্ডের কোনো এক খেলোয়াড়। এ ব্যাপারে কোচ কাবরেরা বলেন, ‘আমাদের আরও পাঁচটি অনুশীলন সেশন আছে। এরপর সিদ্ধান্ত হবে।’